ড. মঈনুদ্দীনের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

0
889

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান প্রধানমন্ত্রী।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন ডাক্তার মাইনুদ্দিনের পরিবারের সকল দায়িত্ব সরকার গ্রহণ করবেন। চিকিৎসকদের জন্য প্রধানমন্ত্রী যে স্বাস্থ্য বীমা ঘোষণা করেছিলেন, তাও শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ৭টার কিছু আগে ডাক্তার মঈনুদ্দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশে করোনায় মত্যু হওয়া প্রথম চিকিৎসক ডাক্তার মঈনুদ্দীন। তার বয়স হয়েছিল ৫০ বছর

ডাক্তার মঈনুদ্দীনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় ৫ এপ্রিল। অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল তাকে হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। শহীদ ডাক্তার শামসুদ্দীন আহমেদ হাসপাতাল থেকে তাকে আনা হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানেই তিনি আজ সকালে মারা যান।

দুই পুত্র সন্তানের জনক ডাক্তার মাইনুদ্দিনের স্ত্রীও একজন চিকিৎসক। তার নাম ডাক্তার রিফাত জামান।