ঢাকায় টার্কিশ পেঁয়াজ

0
937

পৌঁছে গেছে টার্কিশ পেঁয়াজ। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে মেঘনা গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় এসে পৌঁছেছে।

আজ শুক্রবার সকালে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। মেঘনা গ্রুপের আমদানি করা এই পেঁয়াজ সরকার টিসিবির মাধ্যমে বিক্রি করবে।

মেঘনা গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা ১২ থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ সমুদ্র পথে আনবে। এগুলো ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম বন্দরে আসা শুরু করবে। সেই পেঁয়াজও টিসিবি’র কাছে হস্তান্তর করা হবে।

গত সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়তে থাকে। গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে ২৩০ থেকে আড়াইশ’ টাকায় বিক্রি হয়। জানা গেছে, ভারত সরকারও পেঁয়াজের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে বিমানে করে পেঁয়াজ আনার ঘোষণা দেয় সরকার। বুধবার পাকিস্তান থেকে সাড়ে ৮১ টন পেঁয়াজ দেশে এসেছে।