ঢাকা সিটির নির্বাচিতদের গেজেট প্রকাশ

0
1472

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। প্রার্থীদের নাম ও ঠিকানাসহ প্রকাশিত গেজেটের কপি ছাপানোর জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীণ বিজি প্রেসে পাঠানো হয়েছিল। রাতেই গেজেট ছাপার কাজ শেষ হয়েছে। নির্বাচনের তিনদিন পর এই গেজেট প্রকাশ হলো। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করবেন।

বুধবার সকালে ইসি’র উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান জানান, মঙ্গলবার রাতে কমিশন থেকে অনুমোদনের পর কপি বিজি প্রেসে পাঠানো হয়। আজ তা প্রকাশিত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ফলে ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নামই শুধু গেজেটে আসেনি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হয়।