ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ হবে ২০২০ সালের ৩০ জানুয়ারি।
রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা তফসিল ঘোষণা করেন। এ সময় তিনি জানান, বর্তমান ভোটার তালিকায় ভোট হবে ইভিএম ব্যবহার করে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন সিইসি। জানান, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ২ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। ভোট গ্রহণ ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।