তাজি ঘাঁটিতে রকেট হামলা

0
1467
ফাইল ছবি

বাগদাদের উত্তরাঞ্চলের তাজি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো এ হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে এ হামলা চালানো হয়েছে। ইরাকের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাজি ঘাঁটিতে কয়েকটি কাতিউষা রকেট আঘাত হেনেছে। তবে এই হামলা বিষয়ে বিবৃতিতে কোন ব্যাখ্যা বা বর্ণনা দেয়া হয়নি।

এই হামলার আগে বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দূরের আল বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছিল। সেই হামলা সম্পর্কে রোববার ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল, আল বালাদ বিমান ঘাঁটিতে আটটি কাতিউষা রকেট আঘাত হানে। হামলায় চার ব্যক্তি আহত হয়।

লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইরাকে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা হচ্ছে।

এদিকে, ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন শিয়া নেতা মুকতাদা সাদার।

অন্যদিকে, সিরিয়ায় একটি বিমান ঘাঁটিতে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় কোন প্রাণহানি হয়নি। তবে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।