চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিশাল স্কোর ছুতে ছুটছে ঢাকা প্লাটুন। তাদের পৌঁছাতে হবে ২২২ রানের বন্দরে। তবে শুরুতেই হোঁচট খেয়েছে মাশরাফির প্লাটুন। দুই উইকেট হারিয়ে খেলায় টিকে থাকার চেষ্টা করছেন ঢাকার ব্যাটসম্যানরা। বিপিএলের চলতি মৌসুমে এটিই সর্বোচ্চ রানের টার্গেট।
এর আগে, চ্যালেঞ্জার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ২২১ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলেন। বিদায় নেন মাহমুদের বলে মোমিনুলের হাতে ক্যাচ দিয়ে।
চট্টগ্রামের সায়মন্স ৩৬ বলে ৫৭ করে রান আউট হন। এছাড়া কায়েস করেন ২৪ বলে ৪০ রান। আভিস্কার সংগ্রহ ১৩ বলে ২৬, ওয়ালটনের ১৮ বলে অপরাজিত ২৭ ও নূরুল করেন ৪ বলে অপরাজিত ৭ রান।
ঢাকার মাহমুদ ৫৫ রানে ২ ও সাকিল ২৭ রানে এক উইকেট নেন। মাশরাফি ও শহীদ আফ্রিদী কোন উইকেট পাননি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা প্লাটুনের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান।