তাপমাত্রা কমছে

0
1116

সারাদেশে তাপমাত্রা কমছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। গত দুই দিন ধরে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। রাজধানী ঢাকায় মধ্য রাতে তাপমাত্রা নেমে আসে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডে। ভোর রাতে তাপমাত্রা নেমে আসতে পারে ১২ ডিগ্রি।

উত্তরাঞ্চলের জেলাগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

রাজধানীতে আচমকা শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বেড়েছে গরম কাপড়ের কদর। দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শীতের কাপড়ের দোকানে ভীড় বাড়তে দেখা গেছে। কদর বেড়েছে মাফলার ও কানটুপিরও।

এদিকে, ঠাণ্ডার কারণে বেশ কয়েকটি জেলায় বেড়েছে ডায়েরিয়ার প্রকোপ। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বৃদ্ধ ও শিশুদের সাবধানে থাকার জন্য।