তাপমাত্রা বাড়ছে

সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ ডিগ্রি

0
1183

সারাদেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তবে কুয়াশা কাটেনি খুব একটা। আবহাওয়া রিপোর্ট জানাচ্ছে, আজ দুপুরে দেশের কোন কোন এলাকায় দেখা যেতে পারে সূর্য।

সোমবার সকালের আবহাওয়া রিপোর্ট বলছে, কুয়াশার স্তর কমতে শুরু করছে। তবে কয়েকটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকবে অন্তত আরও ২/৩ দিন। কিছু কিছু স্থানে হতে পারে হালকা বা ইলশেগুড়ি বৃষ্টি।

গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৬ দশমিক ৭ এবং ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ সৈয়দ সেলিম বলছেন, “নিচেয় ঘন কুয়াশার উপস্থিতি, ঊর্ধ্বাকাশে কুয়াশা বেল্ট ও মেঘের স্তর দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছুদিন পর্যন্ত দেখা যাবে।”

আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে।