তামিমের কীর্তি

0
1582

বিপিএলের অষ্টম ম্যাচে অনন্য উদাহরণ তৈরি করলেন তামিম ইকবাল। সিলেট থান্ডারের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় তিনি এ কীর্তি গড়েন।

সিলেটের ইনিংসের দশম ওভারের প্রথম বলে সজোড়ে ব্যাট হাঁকান মোসাদ্দেক। বাউন্ডারি লাইনে থাকা তামিম বলটি তালুবন্দি করেন। বোলার ওয়াহাব মির্জার মুখে তৃপ্তির হাসি। কিন্তু তামিম আম্পায়ারদের পরামর্শ দিলেন থার্ড আম্পায়ারের সাহায্য নিতে। বললেন, তিনি নিশ্চিত নন বল ধরার সময় পা বাউন্ডারি লাইনে লেগেছে কিনা।

তামিমের কথা শুনে দুই আম্পায়ার শরণাপন্ন হন তৃতীয় আম্পায়ারের। টিভি রিপ্লেতে মোসাদ্দেক শুধু জীবন পাননি, পেয়েছেন ছক্কাও।

১২ ওভার শেষে সিলেটের সংগ্রহ ৯৯ রান।