প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে যাচাই বাছাই করে রাজাকারের সংশোধিত তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন।
বুধবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, রাজাকারের তালিকায় থাকা ভুল ত্রুটি নিয়ে ইতোমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।
এছাড়া প্রধানমন্ত্রীও এ তালিকা নতুন করে যাচাই বাছাই করে সংশোধন করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। তাই এটি নিয়ে এখন আর কোন প্রশ্ন নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।