দক্ষিণে বৈধ সাত

0
1472
ডিএসসিসি নির্বাচনের মেয়র প্রার্থীরা আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন

সাত প্রার্থীর মনোনয়নপত্রকেই বৈধ ঘোষণা করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। তবে যাচাই-বাছাইয়ের সময় জাতীয় পার্টি প্রার্থী মনোনয়নপত্রের এক জায়গায় নিজের নাম লিখতে ভুল করেন। তাকে তা পূরণ করার সুযোগ দিয়ে মনোনয়নপত্রটি বৈধ করা হয়। এ বিষয়ে অন্য কোন প্রার্থী আপত্তি করেননি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গোপীবাগে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই-বাছাই শেষে বৈধ প্রর্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

মেয়র পদে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান, এনপিপির বাহারানে সুলতান, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

মনোনয়নপত্রের বৈধতা ঘোষণার পর মেয়র প্রার্থীরা সবাই নির্বাচন সুষ্ঠু করতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।