দক্ষিণে ভোটের ব্যবধান বাড়ছে

ইশরাকের চেয়ে তাপস এগিয়ে আছেন১ লাখেরও বেশি ভোটে

0
1468

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা চলছে। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী প্রার্থী শেখ ফজলে নূর তাপস এগিয়ে রয়েছেন। ১ হাজার ১শ’ ৫০টি কেন্দ্রের মধ্যে ঘোষণা হয়েছে ৭শ’ ১৩টি কেন্দ্রের ফল। এতে ফজলে নূর তাপস পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১শ’ ৯৩ ভোট। অন্য দিকে বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯শ’ ৭৫ ভোট।

আজ শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একযোগে ভোট গ্রহণ চলে।

ঢাকা দক্ষিণ সিটিতে মোট ভোটারের সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১শ’ ৯৪ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১১ লাখ ৫৯ হাজার ৭শ’ ৫৩ জন।

দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন ৭ জন। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বিএনপি প্রার্থী প্রকৌশলী আশরাক হোসেনের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। উল্লেখ্য, এবার ঢাকা সিটির দুই করপোরেশনের সব কেন্দ্রেই ইভিএম-এ ভোট গ্রহণ হয়। মোট কেন্দ্র ছিল ২ হাজার ৪শ’ ৬৮টি। কেন্দ্রগুলোতে ইভিএম ছিল ১৪ হাজার ৪শ’ ৩৪টি।