দায় নিলেন মন্ত্রী

0
1126

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত হওয়ায় আবারও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বলেছেন, মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার কারণে এ ভুল-ত্রুটির দায় তারই।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবিতে এক অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল হক জানান, রাজাকারের প্রকৃত ও সঠিক তালিকা তৈরি করতে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের চিন্তা করা হচ্ছে।

পাঁচবিবি বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সাংবাদিকরা কথা বলেন মন্ত্রীর সাথে। তারা জানতে চান রাজাকারের তালিকায় থাকা ভুল বিষয়ে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তালিকাটি ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। যারা এই ভুল তালিকা তৈরির সাথে যুক্ত ছিলেন তাদের বিষয়ে সুষ্ঠু তদন্ত হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ, পৌরসভা মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমজাদ হোসেন ও উপজেলা কমান্ডার মিছির আলী।