আজ সারাদিন আকাশ ছিল কুয়াশায় ঢাকা। সূর্যের মুখ দেখা যায়নি ভরি দুপুরেও। ছিল কনকনে ঠাণ্ডা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশায় ও শীতের কারণে জনজীবনে বিপর্যয় নেমে আসে।
বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিনও সেখানে সর্বনিম্ন ১১ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, রাজশাহী, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, পাবনা ও যশোরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অফিস বলছে, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় রাজধানীতে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। ঢাকায় আজ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আজ রাতেও তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। আজ সারাদিন রাজধানীতে সূর্যের মুখ দেখা যায়নি।