গণধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উত্তাল হয়ে উঠছে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যেই আটক হয়েছে সন্দেহভাজন একজন। ঠিক এমন সময়ে জানা গেল, চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার হওয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী নির্ভয়ার পরিবার পেল ন্যায় বিচার। ভারতীয় আদালতের সিদ্ধান্তে চার ধর্ষককে ফাঁসির রশিতে ঝোলানো হবে ২২ জানুয়ারি সকাল ৭টায়।
বিবিসি বাংলা থেকে জানা গেল, মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ধর্ষণ ও হত্যাকারীদের মৃত্যু পরোয়ানা জারি করেছে। চলতি মাসের ২২ তারিখ সকাল ৭টায় পবন গুপ্ত, মুকেশ সিংহ, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংহকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছে আদালত।
পাতিয়ালার হাউস কোর্টে নির্ভয়ার বাবা মা আর্জি জানিয়েছিলেন অপরাধীদের সাজা দ্রুত কার্যকর করার।
নির্ভয়ার মা আশা দেবী আদালতে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেছিলেন, “যেখানেই যাচ্ছি, অপরাধীদের অধিকারের কথা শোনানো হচ্ছে আমাদের। আমাদের অধিকারের কী হবে?”
এ প্রশ্নের জবাবে বিচারক বলেছিলেন, আইনের কাছে আমাদের হাত বাঁধা।
নির্ভয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় ফুঁসে উঠেছিল পুরো ভারত। জনতার বিক্ষোভে ভারতে বদলে গিয়েছিল ধর্ষণের সংজ্ঞা ও শাস্তি।
দিল্লির নির্ভয়ার ধর্ষণকারীরা যেদিন ভিডিও কনফারেন্সে জানলো ২২ জানুয়ারি সকাল ৭টায় তাদের ফাঁসি হবে, সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণকারী একজন সন্দেহভাজন আটক হয়েছে। “ঢাকার নির্ভয়া” মামলায়ও বাংলাদেশের ধর্ষণকারীদের কঠোরতম শাস্তি নিশ্চিতের দাবি করছে দেশবাসী।