স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সহকারি একান্ত সচিব ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান সেখকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (প্রশাসন-১ শাখা)-এর সিনিয়র সহকারি সচিব শাহাদত হোসেন কবির স্বাক্ষরিত অফিস আদেশে এই অব্যাহতি দেয়া হয়।
আরিফুর রহমান সেখ স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিনিয়র সহকারি প্রধানের (স্বাস্থ্য-৭) দায়িত্বে ছিলেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মন্ত্রীর সহকারি একান্ত সচিবের দায়িত্ব পান।
আরিফুর রহমান সেখের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তিনি বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট করেছেন। এছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক)তাকে নোটিশ দেয়।
দুদক পরিচালক কাজী শফিকুল আলমের বিশেষ অনুসন্ধান- তদন্ত শাখা- ১ থেকে এই নোটিশ দেয়া হয়।