দুবাই এয়ার শো’তে প্রধানমন্ত্রী

0
2393

বিশ্বের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ উড়োজাহাজ প্রদর্শনী দুবাই এয়ার শোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে দুবাই ওয়ার্ল্ড সেন্টার (ডিডব্লিউসি)-এ পাঁচ দিনের এ প্রদর্শনীর উদ্বোধনের পর দুপুরে প্রধানমন্ত্রী উড়োজাহাজ উড্ডয়ন প্রদর্শনী উপভোগ করেন।

২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ের আকাশে দ্বি-বার্ষিক এই উড়োজাহাজ মেলায় অংশ নিচ্ছে বিভিন্ন দেশের ৮৭ হাজার অংশগ্রহণকারী ও এক হাজারেরও বেশি এক্সিবিটর।
রোববার সন্ধ্যায় আবুধাবির হোটেল শাংরি-লায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরানের নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুবাই এয়ার শোসহ আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে চারদিনের সরকারি সফরে শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতে পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় এ দেশটি সফর করছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক ছাড়াও আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান এবং ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারওমেন শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের বড় বিনিয়োগকারী গ্রুপ ও ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে।

চারদিনের আমিরাত সফর শেষে ১৯ নভেম্বর রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।