দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

0
560

সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য দিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সকালে সেনাবাহিনীর কনভয়ের একটি ট্রাক সাভার ক্যান্টনমেন্ট থেকে জাজিরার দিকে যাচ্ছিল। পথে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে উল্টো দিক থেকে আসা এক জন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি।

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক দ্বীপে উঠে যায়। এতে প্রিন্স নামের এক জন সেনা সদস্য মারা যান। আহত হন ২১ জন। সেনাবাহিনীর রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।