ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগ স্থলে দুই লঞ্চে সংঘর্ষ হয়েছে। নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা সংলগ্ন নদীতে ঘটা দুর্ঘটনায় হুমায়ুন নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঘন কুয়াশাই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় আহত আট জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও দুই জনকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। নিহত হুমায়ুনকে মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।