দেশে আরও দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১ জনে।
মঙ্গলবার বিকেলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আইইডিসিআর এর পরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এই ২৪ ঘন্টায় আরও ১৪০ জনের নমুনা পরীক্ষা করে করা হয়েছে। এতে দুই জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।
ডাক্তার সেব্রিনা জানান, কোভিড-১৯ এর কারণে নতুন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। অর্থাৎ মৃতের সংখ্যা পাঁচ জনেই রয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় আইসোলেশনে গেছেন আরও ১৩ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৬ জন। এ পর্যন্ত মোট ২৫ জন সুস্থ হয়েছেন। এছাড়া মোট এক হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।
আক্রান্তদের সম্পর্কে সেব্রিনা ফ্লোরা জানান, তারা দুই জনই পুরুষ। এদের একজন সৌদি আরব থেকে ফিরেছেন। তার বয়স ৫৭ বছর। শারীরিক অবস্থা ভালো। তবে ডায়াবেটিস রয়েছে।
আরেক জনের বয়স ৫৫ বছর। তিনি বিদেশ ফেরত না। করোনা ভাইরাস আক্রান্ত হওয়া ছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে।
এই দুই জনকেই হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে বলে জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।