করোনা ভাইরাসে দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটলো গত ২৪ ঘন্টায়। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে। একই সময়ে নতুন করে আরও করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন। এ নিয়ে সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮২২ জন। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হিসেবে এটিই সর্বোচ্চ।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা ব্রিফিংয়ে আরও জানান, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২ মাস ৫ দিনের ব্যবধানে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮২২ জনে। অন্য দিকে, ১৮ মার্চ এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। ১ মাস ২৫ দিনের ব্যবধানে মৃতের সংখ্যা ২৬৯ জনে পৌঁছুলো।