দেশে করোনার প্রথম শিকার

0
660

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতি এ ভাইরাসে দেশে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। একজন করোনা রোগীর সংস্পর্শে এসে তিনি মৃত্যুবরণ করেন।

বুধবার করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসতন্ত্রের সমস্যা ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সম্পর্কে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা জানান, মারা যাওয়া ব্যক্তি আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। নিয়মানুযায়ী তাকে কবর দেয়া হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে দেশে কোয়ারেন্টাইনে ৬ হাজার ৩১৫ জন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২ হাজার ৬৪, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৯৫৯ জন, খুলনা বিভাগে ৬৪৩ জন, সিলেট বিভাগে ৬৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬৬ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন, রংপুর বিভাগে ১০৯ জন এবং রাজশাহী বিভাগে ৬৯ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলা হিসেবে সর্বোচ্চ সংখ্যক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে চাঁদপুরে। সেখানে আছেন ১ হাজার ৭৪ জন।