দেশে করোনায় নতুন আক্রান্ত নেই

0
621
রোববার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে দেশের সবশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে জানান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

টানা দ্বিতীয় দিনের মত সুখবর শোনালেন ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা। জানালেন, গত ২৪ ঘন্টায় নতুন করে কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

রোববার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক ডাক্তার সেব্রিনা এমনটাই জানালেন।

ব্রিফিংয়ে তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। দেশে এই পর্যন্ত ৪৮ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫ জন।