দেশে মৃতের সংখ্যা ২শ’ ছাড়ালো

0
380

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ১৩ হাজার ১৩৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশে ২০৬ জন মারা গেছেন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গতকালের চেয়ে আজ আক্রান্ত ৩ জন বেশি। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৭০৬ জন। এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১০১ জন।

ডাক্তার নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৭০৭টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৬ হাজার ৩৮২টি। নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ৬৭৫টি কম। গত ২৪ ঘন্টায় দেশের ৩৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৯৪১টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৫ হাজার ৮৬৭টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা ৭৪টি বেশি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৫৪টি।