করোনা ভাইরাসে দেশে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।
![](https://i0.wp.com/artnews.com.bd/wp-content/uploads/2020/03/Covid-19-test-1024x768.jpeg?resize=380%2C285&ssl=1)
মঙ্গলবার অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বর্তমানে ১৯০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এতে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই কোভিড-১৯ রোগকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে।