ধান কাটার মেশিন কিনলেন মাশরাফি

0
931

করোনাকালে সামনে থেকেই নিজের এলাকায় নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কৌশিক। নড়াইলের কৃষকদের পাশে দাঁড়ালেন তিনি। বোরো ধান কাটতে কৃষকদের জন্য ব্যবস্থা করেছেন ৪টি মেশিনের।

কৃষি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে মাশরাফি ৪টি হারভেস্টারের ব্যবস্থা করেছেন। নিজের টাকায় তিনি এগুলো কৃষকদের কিনে দিচ্ছেন। ইতোমধ্যেই একটি হারভেস্টার নড়াইলে পৌঁছে গেছে। বাকি ৩টি মেশিনও পৌঁছে যাবে শিগগিরই।

ঝড় বৃষ্টির মৌসুমে কৃষকরা বিপদে পড়েছিলেন ধান কাটা নিয়ে। একদিকে বৈরি প্রকৃতি, অন্যদিকে, করোনার কালে কৃষকের হাতে যেমন নেই নগদ টাকা তার সাথে যোগ হয়েছে লকডাউনের কারণে ক্ষেতমজুর না পাওয়া। এমন অবস্থায় অল্পসময়ে বেশি ধান কাটার ব্যবস্থা করতে উদ্যোগ নিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।