ঢাকা প্লাটুনের দেয়া ১৮৩ রানের টার্গেটে ব্যাট করছে সিলেট থান্ডার। দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে চাপে আছে সিলেট। ৮ ওভার শেষে সিলেট থান্ডার ৫ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে। ঢাকার আঁটো বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংএ ধুঁকছেন সিলেটের ব্যাটসম্যানরা।
এর আগে, টস হেরে ব্যাট করে ঢাকা। এনামুল হক বিজয়ের মারদাঙ্গা অর্ধ শতকে ভর করে ঢাকা প্লাটুন ১৮২ রান করে। উদ্বোধনী জুটিতে তামিম ও বিজয় ৯ দশমিক ৪ ওভারে ৮৫ রান করেন। তামিম ৫ চারে ২৮ বলে ৩১ রান করেন। আগের ম্যাচে করেছিলেন ৭৪ রান।
৩২ বলে ফিফটি করেন বিজয়। শেষ পর্যন্ত ৪২ বলে ৬২ করে সাজঘরে ফেরেন। এক ছক্কার বিপরীতে বাউন্ডারি হাঁকান ৮ বার।
ঢাকা প্লাটুন ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে।
মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট থান্ডার প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে। টুর্নামেন্টের অষ্টম ও নিজেদের তৃতীয় ম্যাচে বড় রান তারা করছে।
স্কোর:
ঢাকা প্লাটুন : ১৮২/৪
বিজয় ৬২, তামিম ৩১, পেরেরা ২২, ইভান্স ২১, জাকির ২০, ও রিয়াজ ১৭।