নবজাতকের জন্য শোক

0
914

অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা সেই নবজাতক ছেলে শিশুটিকে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মুখে ঢলে পড়ে শিশুটি।

উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া এলাকায় একটি নবজাতক শিশু পড়ে আছে এমন সংবাদে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়। সেখান থেকে নবজাতকটিকে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে শিশুটির অভিভাবকের নাম-পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়ীয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রোববার (২৪নভেম্বর) ভোরে শিশুটির ফুসফুসে সমস্যা দেখা দেয়, পাশাপাশি প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। এতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।