নবজাতকের নাম ‘লকডাউন’

0
876
মাস্টার লকডাউন

বাংলাদেশে নবজাতকের নাম রাখা হয়েছিল ‘সিডর’ ও ‘আইলা’। ঘূর্ণিঝড় সিডর ও আইলার সময় তাদের জন্ম বলে বাবা-মা এমন নাম রেখেছিলেন। স্বাধীনতা দিবসে জন্মালে স্বাধীন, বিজয় দিবসে হলে বিজয়। পয়লা বৈশাখে জন্ম নেয়া অনেক নারী শিশুর নাম রাখা হয় বৈশাখী। নাম রাখার এমন সংস্কৃতি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশেই জন্ম সময়ের ঘটনার সাথে মিল রেখে নবজাতকের নাম রাখার ঘটনা আছে অগণিত। এবার এক নবজাতকের নাম রাখা হলো ‘লকডাউন’। ভারতের উত্তর প্রদেশের ঘটনা এটি।

মায়ের কোলে মাস্টার লকডাউন। ছবি: সংগৃহীত

ভারতে এখন চলছে ২১ দিনের লকডাউন। তাই সেখানকার দেউরিয়া নামক এলাকায় এক নবজাতকের নাম রাখা হয়েছে ‘লকডাউন’।

ভারতকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তকে সম্মান জানাতে সদ্যজাত শিশুর পরিবার তার এমন নাম রেখেছে।

লকডাউনের বাবা পবন গণমাধ্যমকে জানান, মহামারী করোনাকে রুখতে সরকার লকডাউন ঘোষণা করেছে। কিন্তু উত্তর প্রদেশের অনেকেই এটি মানতে চাইছে না। অথচ সরকারের এই নির্দেশ মেনে চলা উচিত। এমন অবস্থায় আমার স্ত্রী ছেলে সন্তানের জন্ম দেন। আমরা আমাদের ছেলের নাম লকডাউন রাখার সিদ্ধান্ত নেই।