নিউইয়র্কে আরও ২ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে এ নিয়ে ১০ বাংলাদেশির প্রাণ নিল করোনা

0
664

করোনা ভাইরাস সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশি মারা গেলেন। এই নিয়ে দেশটিতে ১০ জন বাংলাদেশি মারা গেলেন। তারা দুই জনই কুইন্সের এলমহাস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার দুপুরে এই দুই বাংলাদেশি মারা যান। এদের এক জন মসজিদের মুয়াজ্জিন। আরেক জন তারই প্রতিবেশি। তারা দুই জনই ষাটোর্ধ্ব বয়েসী।

মৃতদের মধ্যে ৬৩ বছর বয়েসী মনিরউদ্দিন বাবুল কুইন্সের জ্যাকসন হাইটসের খামার বাড়ি এলাকার মসজিদে মুয়াজ্জিন ছিলেন। এর পাশাপাশি তিনি টেক্সিক্যাব চালাতেন।

আরেকজন তৌহির আহমেদ। ৬২ বছর বয়েসী তৌহিরও কুইন্সের জ্যাকসন হাইটসের খামার বাড়ি এলাকায় থাকতেন। নিউইয়র্কে দুই মেয়ে ও এক ছেলে নিয়ে থাকতেন তৌহির।

মৃত দুইজনই গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়।