গত ২৪ ঘন্টায় নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চার বাংলাদেশি। এই নিয়ে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ বাংলাদেশি মারা গেলেন।

দেশের বাইরে প্রথম বাংলাদেশি মারা যান সিঙ্গাপুরে। এরপর ইতালি ও সৌদি আরবেও বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এ পর্যন্ত অন্তত ২০ জন বাংলাদেশি মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ৬০ বছর বয়েসী আবদুল বাতেন মারা গেছেন। তিনি ব্রুকলিনে বাস করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে।
৭০ বছর বয়েসী নূরজাহান বেগম থাকতেন এলমাস্ট এলাকায়। ঢাকার মোহাম্মদপুরে তারা বাসা রয়েছে।
৪২ বছর বয়েসী আরেক নারী মারা গেছেন। তিনি থাকতেন এস্টোরিয়ায়। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়।

এছাড়া প্লেইনভিউ হাসপাতালে মারা গেছেন ৫৯ বছর বয়েসী এটিএম সালাম। তিনি থাকতেন ওয়েস্টর বে এলাকায়। তার বাড়ি রংপুরে।
বোর্ড অব ইলেকশনের সদস্য মাজেদা আক্তার জানিয়েছেন, বৃহস্পতিবার স্বজনরা মরদেহ পেতে পারেন। হাসপাতালগুলোর ব্যস্ততা বেড়ে যাওয়ায় মরদেহ পেতে এখন বাড়তি সময় লাগছে।
মেয়র অফিসের বরাত দিয়ে তিনি জানান, করোনায় আক্রান্তদের বেশিরভাগই ট্যাক্সিচালক এবং ডেলিভারী কাজে নিয়োজিত কর্মী।
উল্লেখ্য, নিউইয়র্কে গত ২৩ মার্চ বাংলাদেশের ইন্দ্রালিব তৃশা (৩৮) ও মোহাম্মদ ইসমত (৬৯) মারা যান। তার আগের সপ্তাহে মারা যান মোতাহার হোসেন ও মোহাম্ম আলী নামের আরও দুই বাংলাদেশি।