নিপীড়নের শিকার ছাত্রী ট্রমায়

গণধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ট্রমা ও শ্বাসকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। তিনি জানান, ওই ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নাক, কান ও গলা বিভাগে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান।

এদিকে, হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, ওই ছাত্রীকে গণধর্ষণ করার আলামত পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সকালে কুর্মিটোলার একটি ঝোপ থেকে ভিকটিমের বই, ঘড়ি ও ইনহেলার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই স্থানেই গণধর্ষণের ঘটনাটি ঘটেছে।
গণধর্ষণের ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।

রোববার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী কুর্মিটোলায় গণধর্ষণের শিকার হন। এর প্রতিবাদে আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ মিছিল করেছে।

বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদলসহ ক্রিয়াশীল সব সংগঠনের মিছিলে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *