দোকানের সামনে তিন ফুট দূরত্বে বৃত্ত এঁকে মালামাল বিক্রি করছেন দোকানিরা। করোনা প্রতিরোধে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ক্ষেত্রে এমন ব্যবস্থা শুরু হয়েছে ঝালকাঠিতে।
বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলা পরষিদের উদ্যোগে এমন ব্যবস্থা চালু করা হয়েছে। উপজেলা পরিষদ আশা করছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পণ্য কেনা-বেঁচায় সুরক্ষা পাবেন ক্রেতা ও বিক্রেতা দুই জনই।
এছাড়া স্থানীয় যুবকরা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সড়কে সচেতনতামূলক লেখা লিখেছেন। জনগণের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান এমন ব্যবস্থা নিয়েছেন।
করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত ছুটি ও প্রশাসনের নজরদারির কারণে রাস্তাঘাট পরিবহন ও জনশূণ্য হয়ে পড়েছে। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যসব দোকান ও প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।