নির্বাচন প্রত্যাখান; রোববার হরতাল

0
1534

হরতালের ডাক দিয়েছে বিএনপি। সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা এসেছে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন প্রত্যাখ্যান করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তিনি আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের কর্মসূচি ঘোষণা করেন। তিনি শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দুই সিটি করপোরেশন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে তারা নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমানসহ অন্যান্য নেতারা।