বিভিন্ন রুটে বিআরটিসির বাস বন্ধের দাবিতে এবং শ্রমিকদের সাথে পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে ময়মনসিংহের সব আঞ্চলিক রুটে ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিকদের আবদারে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পরিবহন মালিক ও শ্রমিকরা সোমবার ময়মনসিংহের পাটগুদাম ও মাসকান্দা টার্মিনাল থেকে সব রুটের বাস বন্ধ করে দেয়।
আজ সকাল থেকেও কোন বাসকে টার্মিনাল ছেড়ে যেতে দেয়া হয়নি।
পরিবহন শ্রমিক নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান খান নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে দেখে নেয়ার হুমকি দেয়ার একদিন পর এই ধর্মঘট শুরু হলো।
আর্ট নিউজের ময়মনসিংহ প্রতিনিধি জানান, সোমবার দুপুরের পর আন্তঃজেলা ও আভ্যন্তরীণ রুটের কোন বাস জেলার দুই টার্মিনাল ছাড়েনি।
মোটর মালিক সমিতির নেতা মমতাজ উদ্দিন মন্তা বলছেন, রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা না করে বিভিন্ন রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু করেছে।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের সভাপতি মিজানুর রহমান দুপুরে সংশ্লিষ্টদের নিয়ে জরুরী বৈঠক ডেকেছেন।