পরিবেশ ছিল উৎসবমুখর

0
1799

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন জমা হয়েছে উৎসবমুখর পরিবেশে। কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

মঙ্গলবার দুই সিটির মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দেন। দুই সিটিতে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন ১৪ জন। এছাড়া ১৭২টি কাউন্সিলর পদে এক হাজার ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর ৩শ’ ৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৮৯ জন মনোনয়নপত্র জমা দেন।

দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর ৪শ’ ৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১শ’ ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। তবে রিটার্নিং কর্মকর্তা একে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পরে না বলে জানান। তার মতে, আশপাশের এলাকার মানুষ ও উৎসুক জনতার কারণে ভীড় দেখা গেছে। এছাড়া হাজারেরও বেশি প্রার্থীর উপস্থিতির কারণে ভীড় হয়েছে।