পশ্চিম বাংলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব

0
570

ভারতের দক্ষিণবঙ্গে বুলবুলের তাণ্ডবে ৬ জন মারা গেছে। রোববার দক্ষিণবঙ্গের ৯টি জেলার ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্টের সূত্র অনুযায়ী এ তথ্য জানিয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান। খবর আনন্দবাজার পত্রিকার।

৯টি জেলার পাঠানো প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, প্রায় তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। এ পর্যন্ত প্রায় ৩০ হাজারের মতো বাড়িঘরের পুরোপুরি বা আংশিক ক্ষতি হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
দক্ষিণবঙ্গের ৯টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা এলাকায়।

ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে ৯শ’টি সেলফোন টাওয়ার। একই ভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার সুন্দরবনের অন্তর্গত এলাকায় ঝড়ের দাপটে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে এবং তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।