পাঁচ বছরের মাল্টিপল ভিসা

0
1707

ভারতের পাঁচ বছরের মাল্টিপল ভিসা পেলেন বাংলাদেশের তিন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ শফিউল ইসলাম, ড. নূর মোহাম্মদ মল্লিক ও মোহাম্মদ আতিয়ার রহমানের হাতে ভিসা তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস।

মঙ্গলবার ভারতীয় ভিসা সেন্টারে এক অনুষ্ঠানে তাদের হাতে ভিসা তুলে দেয়া হয়। রেকর্ড সংখ্যক ভিসা প্রদানের বছরটি স্মরণীয় করে রাখতে ভিসা সেন্টারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জানানো হয়, ২০১৯ সালে বাংলাদেশিদের জন্য ভারত সরকার ১৫ লাখেরও বেশি ভিসা দিয়েছে। হাই কমশিনার জানান, এ বছর ভারতে মোট বিদেশি পর্যটকের ৬৫ দশমিক ৬১ শতাংশই বাংলাদেশি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার বিশ্ব দ্বীপ দে, ভিসা ও কনস্যুলার ভিাগের দ্বিতীয় সচিব বিশাল জ্যোতি দাশ ও প্রেস অ্যান্ড ইনফরমেশন অ্যাটাশে দেবব্রত পাল।