নিউজ ডেস্ক: খুলনার পাইকগাছায় ধানক্ষেত থেকে ববিতা নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে ধামরাইলের একটি ধানক্ষেত থেকে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। পুলিশ লাশ উদ্ধার করে।
খুন হওয়া ববিতা উপজেলার চাঁদখালীর ধামরাইলের বাসিন্দা মীর ওবাইদুল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, লাশের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা যায়। ববিতাদের সাথে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার ভোরে কোনও একসময় তাকে তাদের বাড়ির পাশে একটি ধানক্ষেতের আইলে জবাই করে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।
খুলনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD