নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউকে আরও ১৫ দিনের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। আদালত তার স্বামী মফিজুর রহমান ওরফে মতি সুমনকেও ১৫ দিনের রিমান্ড দিয়েছে। জাল টাকা উদ্ধার, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় তাদের দ্বিতীয় দফায় রিমান্ড দেয়া হলো।
বুধবার পাপিয়া ও তার স্বামী সুমনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে করা মামলা এবং শেরেবাংলানগর থানার অস্ত্র ও মাদক মামলার তদন্তের জন্য ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানী শেষে পৃথক তিন মামলায় আদালত তাদের বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পাপিয়া ও তার স্বামী সুমনকে ১৫ দিন করে রিমান্ডে নেয়া হয়। সে সময় জিজ্ঞাসাবাদে পাপিয়া ও সুমন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়।