পাশে থাকবে ভারত

0
791

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্বপ্ন বাস্তবায়নে ভারত পাশে থাকতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।

বৃহস্পতিবার বিকেলে রংপুর চেম্বার প্রতিষ্ঠিত আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত পাঁচ তলা ভবন উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

রিভা গাঙ্গুলী বলেন, ভারত সরকার বাংলাদেশের শিক্ষা, আইটি পার্ক নির্মাণ, স্বাস্থ্য, সংস্কৃতি, নারীর ক্ষমতায়ন, নগর উন্নয়ন, শিশু কল্যাণসহ বেশ কয়েকটি প্রকল্পের অংশীদার।

হাই কমিশনার বলেন, প্রতি বছর ভারত সরকার বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষাবৃত্তি দিচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান এ কূটনীতিক।

স্কুল পরিচালনা কমিটি ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীতে ভারতীয় দূতাবাসের সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল জলিলসহ চেম্বার নেতারা।

ভারতীয় হাই কমিশনের অনুদানে নির্মিত আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স ল্যাবরেটরী, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী ঘুরে দেখেন রিভা গাঙ্গুলী দাস।