প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় পাশের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, এবছর পিইসি পরীক্ষায় পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে।
মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে স্তিারিত ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রতিমন্ত্রী জানান, পিইসি পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৩৭ শতাংশ। এ হার ছাত্রীদের ক্ষেত্রে ৯৫ দশমিক ৬২ শতাংশ।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, ছাত্রদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৪শ’ ৫১ জন ছাত্র এবং ১ লাখ ৮৪ হাজার ৬শ’ ৩৭ জন ছাত্রী রয়েছে।
এর আগে, সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি, জেডিসি, পিইসি ও ইইসি পরীক্ষার ফলের সার-সংক্ষেপ তুলে দেন।
প্রকাশিত ফল মোবাইল ফোনে এসএমএস বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও টেলিটকের ওয়েব সাইট থেকে জানা যাবে।