পিইসি ও জেএসসি পরীক্ষার ফল

0
1206

জেএসসি, জেডিসি, পিইসি ও ইইসি পরীক্ষার ফল প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর। বছরের শেষ দিনটির সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়া হবে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার-সংক্ষেপ দেয়ার পর দুপুরে পূর্ণাঙ্গ ফল প্রকাশ হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬শ’ ৮২ জন। এরমধ্যে ১২ লাখ ২১ হাজার ৬শ’ ৯৫ জন ছাত্র এবং ১৪ লাখ ৩৯ হাজার ৯শ’ ৮৭ জন ছাত্রী।

অন্য দিকে, ২৯ লাখ ৩ হাজার ৬শ’ ৩৮ জন শিক্ষার্থী অংশ নেয় পিইসি ও ইইসি পরীক্ষায়। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২শ’ ৬৭ জন ও ইবতেদায়ি সমাপনীতে ৩ লাখ ৫০ হাজার ৩শ’ ৭১ জন শিক্ষার্থী অংশ নেয়।