পিএসজি লিগ ওয়ান চ্যাম্পিয়ন

0
811

নেইমারের প্যারিস সেইন্ট জারমেইন (পিএসজি)-কে লিগ ওয়ান চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে দ্য ফ্রেঞ্চ লিগের চলতি মৌসুম শেষ করা যায়নি। তাই দেশটির ফুটবল সংস্থা এলএফপি টেবিলের শীর্ষ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করলো।

বৃহস্পতিবার এলএফপি এবং পিএসজি-এর অফিসিয়াল সাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

করোনা ভাইরাসের কারণে মার্চ মাসে বন্ধ হয়ে যায় ফুটবল লিগ। লিগ বন্ধের সময় পিএসজি এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্টে এগিয়ে ছিল মার্শেই থেকে। পিএসজি ২৭ ম্যাচে ২২জয়, ২ ড্র ও ৩ পরাজয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল।

পিএসজি-এর নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্সেই ২৮ ম্যাচে ১৬ জয়, ৮ ড্র ও ৪ পরাজয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। অন্যদিকে, মার্সেইয়ের মতই ২৮ ম্যাচ খেলেছিল রেনে। ১৫ জয়, ৫ ড্র ও ৮ পরাজয়ে ৫০ পয়েন্ট নিয়ে রেনের অবস্থান ছিল তিনে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় পয়েন্ট টেবিল বিবেচনায় নিয়ে লিগ কর্মকর্তারা চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন পিএসজি-কে। তবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে কারা কারা অংশ নিবে তা চূড়ান্ত করা হয়নি বৈঠকে। সিদ্ধান্ত হয়নি লিগের কোন দলগুলোর অবনমন হবে সে বিষয়েও। আগামী সপ্তাহে এই দুই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা রয়েছে।