পিছিয়ে পড়ছে টাইগাররা

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের লিড ১০৯ রানের

0
1509
ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের দিকেই যাচ্ছে পাকিস্তানি ইনিংস। নিজেদের প্রথম ইনিংসে ইতোমধ্যে ১০৯ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। দলের দুই টপ অর্ডার বাবর আযম ও শান মাসুদ দেখা পেয়েছেন ম্যাজিক ফিগারের।

শনিবার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৪২ রান। ওপেনার আবিদ আলীকে দলীয় ২ রানে হারিয়ে শুরুটা আতঙ্কে কেটেছে পাকিস্তানিদের। ৬ বল মোকাবেলাতে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। তবে আরেক ওপেনার শান মাসুদ চাপ সামাল দেন। অধিনায়ক আজহার আলীকে সাথে নিয়ে ৯১ রানের জুটি গড়েন শান। দলীয় ৯৩ রানে অধিনায়ককে হারায় পাকিস্তান। জুটিতে আজহারের অবদান ৩৪ রান।

বারব আযমের সাথে তৃতীয় উইকেট জুটি গড়েন তরুণ ব্যাটসম্যান শান মাসুদ। এই জুটির সংগ্রহ ১১২ রান। সেঞ্চুরি পূর্ণের পর আর রানের দেখা পাননি শান মাসুদ। ১৬০ বলে ১০০ রান করেন এই ওপেনার। এতে চারের মার ছিল ১১টি। তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।

অভিজ্ঞ বাবর আযম আসাদ শফিককে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন। দিনের শেষ বল পর্যন্ত এই জুটির সংগ্রহ ১৩৭ রান। দ্বিতীয় দিনে বাবর আযম মোকাবেলা করেছেন ১৯২ বল। সংগ্রহ অপরাজিত ১৪৩ রান। ছক্কা হাঁকিয়েছেন একটি। বিপরীতে বল বাউন্ডারি ছাড়া করেছেন ১৯ বার।

অপর প্রান্তের আসাদ শফিকও আছেন অপরাজিতের তকমা নিয়ে। ১১১ বলে তার সংগ্রহ ৬০ রান। চার মেরেছেন টি। তৃতীয় দিনের সকালে বাবর আযম আর আসাদ শফিক দলকে আরও দূরে, বাংলাদেশের নাগালের বাইরে টেনে নিতে মাঠে নামবেন। সঙ্গী হবে ১০৯ রানের লিডিং পজিশন।

বাংলাদেশি বোলারদের মধ্যে আবু জায়েদ রাহী ২ উইকেট নিয়ে খানিকটা সফল। প্রতিপক্ষের অন্য উইকেটের দখলদার তাইজুল।

শুক্রবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে সফরকারী বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৩৩ রানেই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ (প্রথম ইনিংস): ৮২ দশমিক ৫ ওভার, ২৩৩ (মোহাম্মদ মিঠুন ৬৩, নাজমুল হোসেন শান্ত ৪৪, লিটন দাস ৩৩, মুমিনুল হক ৩০; শাহিন আফ্রিদি ৪/৫৩)।

পাকিস্তান (প্রথম ইনিংস): ৮৭ দশমিক ৫ ওভার, ৩/৩৪২ (বাবর আযম ১৪৩*, শান মাসুদ ১০০, আসাদ শফিক ৬০*, আজহার আলী ৩৪; আবু জায়েদ রাহী ২/৬৬, তাইজুল ইসলাম ১/১১১)।