পিটুনি খেল ভূয়া পুলিশ

0
1680

গণপিটুনী খেল ভূয়া পুলিশ। জনতা তাকে ৩টি খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ পুলিশের কাছে সোপর্দ করে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ভূঁইঘর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। ভূয়া পুলিশ নিজেকে শাহীন নামে পরিচয় দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে শাহীনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, একটি প্রাইভেট কার ছিনতাই করতে গাড়ির চালককে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে দু’টি মোটর সাইকেলে করে আসা ৪ জন।

গাড়ি চালক পিস্তল দেখে সন্দেহ করে। তার মনে হয় এগুলো খেলনা পিস্তল। তাই সে চিৎকার করে লোক ডাকে। আশপাশের লোকজন এসে তাকে গণপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

শাহীন ও তার তিন সহযোগী ঢাকা মহানগর পুলিশের পোশাক পরে বিভিন্ন সময় ছিনতাই করে আসছিল। পুলিশ শাহীনের তিন সহযোগীকে গ্রেফতারের চেষ্টা করছে।