করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৪ হাজার ৮ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ১১৯ জন।
শুক্রবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৮১ হাজার ৭৬৩ জন। মোট মারা গেছেন ২ লাখ ৭৪ হাজার ৪৩৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৬৮৭ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৫৯ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৭৪ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৮ হাজার ৫৮২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭৭ হাজার ৯০২ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ২০ হাজার ৯৩১ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৪৯ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৬২৬ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৩৬৪ জন। মারা গেছেন ৩১ হাজার ২৪১ জন।
মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন। মারা গেছেন ৩০ হাজার ২০১ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৯ হাজার ২৩ জন।
স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ১১৭ জন। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ২৯৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২২৯ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় কেউ আক্রান্ত হননি, মারা গেছেন ২৪৩ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭৯১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৬ হাজার ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ হাজার ২৭ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪৭১ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১২ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯০১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৪০৪ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭০০ জন।
করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৯৯৩ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ২০৬ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ১৩ হাজার ১৩৪ জন। গত এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ১০১ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ব্রাজিলে ৪১২ জন (মোট ৯ হাজার ৬০০), মেক্সিকোতে ২৫৭ জন (মোট ২ হাজার ৯৬১), সুইডেনে ১৩৫ জন (মোট ৩ হাজার ১৭৫), বেলজিয়ামে ১০৬ জন (মোট ৮ হাজার ৫২১), রাশিয়ায় ৯৮ জন (মোট ১ হাজার ৭২৩), ভারতে ৯৬ জন (মোট ১ হাজার ৯৮৫), নেদারল্যান্ডসে ৭১ জন (মোট ৫ হাজার ৩৫৯), কানাডায় ৬৫ জন (মোট ৪ হাজার ৪৭৩), ইরানে ৫৫ জন (মোট ৬ হাজার ৫৪১), তুরস্কে ৪৮ জন (মোট ৩ হাজার ৬৮৯), রোমানিয়ায় ৩৫ জন (মোট ৯২৩), আয়ারল্যান্ডে ২৬ জন (মোট ১ হাজার ৪২৯), ইউক্রেনে ২১ জন (মোট ৩৬১), পোল্যান্ডে ২১ জন (মোট ৭৭৬), মিশরে ২১ জন (মোট ৫০৩), পাকিস্তানে ১৪ জন (মোট ৫৯৯), ইন্দোনেশিয়ায় ১৩ জন (মোট ৯৪৩), ফিলিপাইনে ১১ জন (মোট ৬৯৬), সৌদি আরবে ১০ জন (মোট ২২৯), পর্তুগালে ৯ জন (মোট ১ হাজার ১১৪), হাঙ্গেরিতে ৯ জন (মোট ৩৯২), ডেনমার্কে ৮ জন (মোট ৫২২), ইসরাইলে ৫ জন (মোট ২৪৫ জন), অস্ট্রিয়ায় ৫ জন (মোট ৬১৫), আলজেরিয়ায় ৫ জন (মোট ৪৮৮), আফগানিস্তানে ৩ জন (মোট ১০৯), আর্জেন্টিনায় ৩ জন (মোট ২৮৫ জন), মরক্কোতে ৩ জন (মোট ১৮৬) এবং গ্রিসে ২ জন (মোট ১৯৫) মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় স্যুইজারল্যান্ড (মোট ১ হাজার ৮১০), ইকুয়েড (মোট ১ হাজার ৬৫৪), পেরু (মোট ১ হাজার ৬২৭ জন), জাপান (মোট ৫৭৭ জন), কলম্বিয়া (মোট ৪০৭ জন), দক্ষিণ কোরিয়া (মোট ২৫৬), দক্ষিণ আফ্রিকা (মোট ১৬১) এবং অস্ট্রেলিয়া (মোট ৯৭)-তে কেউ মারা যাননি।