পেঁয়াজ আসছে… হুঁশিয়ার মজুদদার

0
1505

পেঁয়াজের মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, পেঁয়াজের একটি সংকট দেখা দিয়েছে, এটি মোকাবিলা করতে আমরা দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করছি। কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম এত কেন বেড়ে গেল সেটা দেখা হচ্ছে। আমি তদন্ত করে দেখতে বলেছি। কেউ মজুদ করে পেঁয়াজের দাম বাড়াচ্ছে কিনা। এর পেছনে মূল কারণটা কী সেটা খুঁজে বের করতে হবে।

সকালে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় পেঁয়াজ মজুতদারদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ চলে আসছে। আর মাত্র এক-দুই দিন। এরপর যারা মজুদ করেছে, তারা কি করে, দেখতে চাই। এটা বেশি দিন রাখা যায় না, পঁচে যায়। শুনছি অনেকে নষ্ট পেঁয়াজ শুকানোর চেষ্টা করছেন।

প্রধানমন্ত্রী জানান, মিশর ও তুরস্কের পেঁয়াজ ইতোমধ্যেই প্লেনে উঠেছে। দুই-তিন দিনের মধ্যেই পেঁয়াজ পৌঁছে যাবে।

পেঁয়াজের দাম ভারতেও বেশি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়াতেও পেঁয়াজের দাম অনেক। সেখানে ১০০ রুপিতে তারা প্রতি কিলোগ্রাম পেঁয়াজ কিনতে পারে। আমরা যেখান থেকে কিনছি আমাদের বেশি দামেই কিনতে হচ্ছে।