ভারত সরকার এক লাখ ২০ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বাজারের সংকট কমানো এবং সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল করতে মোদী সরকার এই সিদ্ধান্ত নিল।
বুধবার ভারতের মন্ত্রিসভা এই পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। সূত্র: এনডিটিভি।
অসময়ে বৃষ্টির কারণে ভারতে চলতি মৌসুমে পেঁয়াজ উৎপাদন ২৬ শতাংশ কম হয়েছে। এই অবস্থায় ভারতজুড়ে খুচরা বাজারে পেঁয়াজের কেজি ৬০ রুপির নীচে নামছে না। পরিস্থিতি সামাল দিতে এই উদ্যোগ নিয়েছে।
এছাড়া, আগামী ডিসেম্বর পর্যন্ত বিষমুক্ত রিপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া শিথিল করেছে ভারত। এরফলে দ্রুত পেঁয়াজ আমদানি হবে বলে ধারণা করা হচ্ছে।
‘দি টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সরবরাহ বাড়াতে ভারতের সরকারী প্রতিষ্ঠান ‘এমএমটিসি’র মাধ্যমে ইতোমধ্যে ৪ হাজার টন পেঁয়াজ আমদানির ঋণপত্র খোলা হয়েছে। বাকি পেঁয়াজ এনে দেশজুড়ে সরবরাহ করা হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজার নিয়ন্ত্রনে আসবে মনে করছে ভারত সরকার।