প্রজ্ঞাপন জারি; ছুটির মেয়াদ বাড়লো

0
824

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার সাধারণ ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে। এর আগে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

বুধবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধে ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করছে।

আগের ঘোষণা অনুযায়ী ২ এপ্রিল পর্যন্ত ছুটি ছিল। এরপর ৩ ও ৪ এপ্রিল শুক্র ও শনিবার। এবার ৫ থে ৯ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা হলো। এর সাথে যুক্ত হলো ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (বিধি-৪ শাখা) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

নতুন করে প্রজ্ঞাপন জারির ফলে সারাদেশে টানা ১৭ দিন সাধারণ ছুটির আওতায় পড়লো।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ৬৪টি জেলার জেলা প্রশাসকদের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন। সে সময় তিনি বলেছিলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আমাদের ছুটিটা একটু বাড়াতে হবে।’